বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে বাস ও মাহেন্দ্র আলফার মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্র চালক নিহত এবং একযাত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে ওই উপজেলার ইল্লা দাখিল মাদ্রাসা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত মাহেন্দ্র যাত্রী শওকত হোসেনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।
নিহত মাহেন্দ্র চালক মো. হোসেন (২০) গৌরনদী পৌরসভার কসবা এলাকার মো. আক্তারের ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনাল থেকে একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিলো। রাত ৮টার দিকে বাসটি ইল্লা এলাকা অতিক্রমকালে বিপরীতমুখি একটি মাহেন্দ্র আলফার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রটির সামনে অংশ বিধ্বস্ত হয় এবং ঘটনাস্থলেই নিহত হয় চালক হোসেন। আহত হয় মাহেন্দ্র যাত্রী শওকত হোসেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়। বাসটি এবং এর চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ