রাজধানীর ভাটারা এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে সুলতান খা (৫০) নামে সিএনজিচালক নিহত হয়েছেন। বুধবার (১১ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ভাটারা থানা ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম আসাদুজ্জামান।
তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত পৌনে চারটার দিকে ১০০ ফিট রাস্তার সোলমাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সিএনজি চালক সুলতান খাঁর মৃত্যু হয়। তার বাড়ি পিরোজপুর জেলায়। সংঘর্ষের সময় সিএনজিতে কোনো যাত্রী ছিল না। এ ঘটনায় ট্রাক জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল