শরীয়তপুরে নড়িয়ায় মালয়েশিয়া প্রবাসী দানেশ সরদারকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামিসহ ১১ জনকে গ্রেফতার করেছে র্যাব-৮। মঙ্গলবার ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার সকালে বরিশাল নগরীর রূপাতলী র্যাব-৮ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-৮ কমান্ডিং কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান।
তিনি বলেন, শরীয়তপুরের মালয়েশিয়া প্রবাসী দানেশ ৩ মাস আগে দেশে ফিরে আসে। গত ২৬ ডিসেম্বর পূর্ব শত্রুতার জের ধরে নড়িয়া এলাকায় দানেশ সরদারকে পরিকল্পিতভাবে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় দানেশের বাবা সোনা মিয়া ৫৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার প্রধান অভিযুক্তসহ ১১ জনকে পুলিশ গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দানেশ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের নড়িয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৮ কমান্ডিং কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান।
বিডি প্রতিদিন/এমআই