রাজশাহী ও নাটোরের বাস শ্রমিকদের মধ্যে মারামারির ঘটনায় চার ঘণ্টা বন্ধ ছিল বাস চলাচল। বুধবার সকাল ১০টার দিকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর দুইটার দিকে বাস চলাচল আবার শুরু হয়।
রাজশাহী জেলা সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, দুই পক্ষের আলোচনার পর দুপুর দুইটা থেকে বাস চলাচল শুরু হয়েছে। সন্ধ্যায় নাটোর ও রাজশাহীর বাস মালিক শ্রমিক নেতারা আলোচনায় বসে বিষয়টির সমাধান করেছেন।
পরিবহন শ্রমিক ও মালিক সংগঠন সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর ভদ্রা এলাকায় যাত্রী তোলাকে কেন্দ্র করে রাজশাহী ও নাটোরের বাসচালকের সহকারীর মধ্যে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। রাতেই নাটোর থেকে রাজশাহীর দিকে বাস চলাচল বন্ধ ঘোষণা দেয় নাটোরের বাস মালিক ও শ্রমিক সংগঠনগুলো। যদিও সকালে রাজশাহী থেকে নাটোরের উদ্দেশে বাস ছেড়ে যায়।
তবে নাটোর থেকে বাস ফিরিয়ে দেওয়া হয় এবং বাসের এক শ্রমিককে মারধর করা হয়। এ সময় রাজশাহীর বাসও চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুই পক্ষের আলোচনার পর দুপুর দুইটার দিকে দুই জেলার মধ্যে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই