যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, ২৫০ শয্যা টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে সেবার মান বাড়ছে। সেবার মান আরো বৃদ্ধি করার লক্ষে শহীদ আহসান উল্লাহ মাস্টার ফাউন্ডেশন এর পক্ষ থেকে ১৮টি আধুনিক হসপিটাল বেড দেয়া হয়েছে। পর্যায়ক্রমে হাসপাতালে সেবার মান আরও বৃদ্ধি করা হবে।
বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় হাসপাতালের কেবিন উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর সিটির মেয়র (ভারপ্রাপ্ত) মো: আসাদুর রহমান কিরণ,গাজীপুর জেলা সিভিল সার্জন মো: খায়রুজ্জামান,হাসপাতালের উপ-পরিচালক ডা: মো: জাহাঙ্গীর আলম,থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক,আওয়ামী লীগ নেতা মনির হোসেন,৪৬নং ওয়ার্ড কাউন্সির নুরুল ইসলাম নুর প্রমূখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ