আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে রাজনৈতিক দলের অনুমতি নেয়া আমাদের দেশে এক ধরনের সংস্কৃতি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
তিনি বলেন, এর আগে আমাদের ইফতার পার্টিতেও অনুমতি নিতে হয়েছে। এখন এটা হওয়া উচিত নয়। হয়তো সময়ের পরিবর্তনের সাথে সাথে এটাও পরিবর্তন হবে। তবে চলমান সময়ে এটাই হল আমাদের সংস্কৃতি। যে কারণে আমাদের অনুমতি নিতে হয়। অনুমতি না নিলে মনে করে বিনা অনুমতির প্রোগ্রাম। যদি রাজনৈতিক দলের অনুমতি সব সময় লাগে না। কোনো কোনো ক্ষেত্রে অনুমতি লাগে।
বুধবার বিকেলে ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে, বিকেল সোয়া চারটায় দলীয় কর্মসূচির সহযোগিতা চাইতে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক এডভোকেট মাহবুবুর রহমানসহ দুই সদস্যের একটি প্রতিনিধি দল।
নিতাই রায় বলেন, আগামী ১৬ তারিখে আমাদের বিজয় দিবস। এই বিজয় দিবস উপলক্ষে আমাদের পার্টি বিএনপির পক্ষ থেকে আমরা একটা কর্মসূচি নিয়েছি। সেটা হচ্ছে, বর্ণাঢ্য র্যালি। যা আমাদের পল্টন অফিস থেকে শুরু হয়ে মগবাজারে গিয়ে শেষ হবে। এই বিজয় দিবসের র্যালি করার জন্য আমরা পুলিশ কমিশনারের (ডিএমপি কমিশনার) ওখানে এসেছি। তবে তিনি না থাকায় আমরা অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদের সঙ্গে কথা বলেছি। আমাদের আবেদনের কপিটা উনি রিসিভ করে নিয়েছেন।
বিষয়টি তারা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে আগামীকাল বৃহস্পতিবার আমাদের জানিয়ে দেবেন। অনুমতি না দিলে বিএনপি কী প্রোগ্রাম করবে কী-না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা পরের কথা। সেরকম হলে পার্টি সিদ্ধান্ত নেবে। আমরা তো একাকী এসে এক কথা বলতে পারব না।
বিডি-প্রতিদিন/শফিক