বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনারের দায়িত্ব নিয়েছেন পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) জিহাদুল কবির।
গতকাল বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব বুঝে নেন তিনি।
দায়িত্ব নিয়েই পুলিশ কমিশনার জিহাদুল কবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশলাদি বিনিময় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সামগ্রিক বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন।
এর আগে বিদায়ী পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেয় বিএমপির কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/বাজিত