রাজধানীর কামরাঙ্গীরচরে বিজয় দিবস উপলক্ষে বাসার ছাদে পতাকা টানানোর সময় বিদ্যুৎপৃষ্টে মো. সুজন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সুজন মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মো. জালাল মিয়ার ছেলে। সে দর্জির (সেলাই) কাজ করতো।
শুক্রবার দিবাগত রাতে রাজধানীর কামরাঙ্গীরচরের নার্সারি মোর ০৪ নাম্বার গলিতে এ দুর্ঘটনাটি ঘটে।
মৃতের মা অরুনা বেগম জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাতে কাজ শেষ করে বাসায় এসে বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা টানানোর জন্য বাড়ির ছাদে উঠে। এ সময় পতাকা টানাতে গিয়ে বৈদ্যুতিক লাইনের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের বাবা জালাল পুরানো কাপড় কিনে নিয়ে আসলে, সেগুলো ছোট বড় ত্রুটি প্রয়োজন মতো কাটা সেলাইয়ের কাজ করতো সুজন। তিন ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।
সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত