গাজীপুরের কালিয়াকৈরে মহান বিজয় দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য গুহ, কালিয়াকৈর থানার ওসি এ এম নাছিম, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সহকারী প্রকৌশলী নিতাই চন্দ্র রায়সহ প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মীরা ও বীর মুক্তিযোদ্ধারা।
এর আগে, সূর্য ওঠার সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উপজেলার গোলাম মডেল নবী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় স্মৃতিসৌধে প্রথমে উপজেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করে। এরপর কালিয়াকৈর উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। পরে স্কুলের শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করে।
বিডি প্রতিদিন/এমআই