চট্টগ্রাম নগর ট্রাফিকের বন্দর বিভাগের নিহত সার্জেন্ট মোজাহিদ চৌধুরীর পরিবারের পাশে দাঁড়িয়েছে তার সহকর্মী ২৫তম (২০১৭) ব্যাচের সার্জেন্টরা।
গত বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে ২৫তম ব্যাচের সকল সদস্যের আর্থিক সহায়তার অর্থ সার্জেন্ট মোজাহিদের পরিবারের হাতে তুলে দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।
উল্লেখ্য, গত ১৩ মার্চ ২০২৩ দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় ডিউটি শেষে বাসায় ফেরার সময় চট্টগ্রাম নগরীর টোল রোডে প্রাইভেটকার চাপায় নিহত হন ২৫তম ব্যাচের চৌকস পুলিশ কর্মকর্তা সার্জেন্ট মোজাহিদ চৌধুরী। তিনি চট্টগ্রাম নগর ট্রাফিকের বন্দর বিভাগে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তার মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া। তার অকাল মৃত্যুতে ২৫তম ব্যাচের সার্জেন্টদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সার্জেন্ট মোজাহিদের মৃত্যুর পর গত মার্চ মাসেই ২৫তম সার্জেন্ট ব্যাচের সভাপতি মামুন মিনা, সাধারণ সম্পাদক কৌশিক মাহমুদ ও কোষাধ্যক্ষ মোজাহিদুল ইসলামের নেতৃত্বে তার পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় ডিএমপি কমিশনার মরহুম সার্জেন্টের পরিবারের খোঁজ-খবর নেন এবং সমবেদনা জ্ঞাপন করেন। উপস্থিত সার্জেন্টদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন এবং আইন ও বিধান অনুযায়ী ট্রাফিক বিভাগের উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
ডিএমপি কমিশনার ২৫তম ব্যাচের সকল সার্জেন্টকে এমন মহতি উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি এমন কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ভবিষ্যৎ উন্নয়ন তহবিল গঠনের লক্ষ্যে ২৫তম ব্যাচের উপস্থিত সার্জেন্টদের হাতে তাৎক্ষণিক নগদ এক লক্ষ টাকা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক এ্যাডমিন অ্যান্ড রিসার্চ) কাজী রোমানা নাসরিন, পিপিএম-সেবা।
বিডি প্রতিদিন/আরাফাত