রংপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রাতে ও ভোরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল উপচেপড়া জনতার ঢল।
সূর্যোদয়ের পরপরই নগরীর মর্ডান মোড়ে অর্জন স্মৃতিস্তম্ভ অর্জনে বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানসহ প্রশাসনের কর্মকর্তারা পুস্পস্তবক অর্পণ করেন।
দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার, প্রেসক্লাব, রিপোর্টাস ক্লাব, জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠন, জেলা দোকান মালিক সমিতি, মোটর মালিক সমিতি, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক।
শনিবার সকালে বিভিন্ন সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শেখ রাসেল স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধাদের সংর্বধনা দেওয়া হয়। বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলাদা আলদাভাবে বিজয় দিবসের কর্মসূচি পালন করে। নগরীর বিভিন্ন ভবন আলোকসজ্জা করা হয়।
এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ