দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনে ভোটের লড়াই করবেন ৩৭ প্রার্থী। এসব আসনে নৌকার প্রার্থীদের বিরুদ্ধে লড়তে স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে নেমেছে ট্রাক প্রতীকধারীরা। তাদের মধ্যে অনেক আওয়ামী লীগ নেতাও আছেন।
আওয়ামী লীগের প্রতীক নৌকা নিয়ে গাজীপুর-১ আসনে আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনে জাহিদ আহসান রাসেল, গাজীপুর-৩ আসনে রুমানা আলী টুসি, গাজীপুর-৪ সিমিন হোসেন রিমি ও গাজীপুর-৫ আসনে মেহের আফরোজ চুমকি নির্বাচন করছেন।
তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছেন গাজীপুর-১ আসনে রেজাউল করিম রাসেল, গাজীপুর-২ আসনে বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন, গাজীপুর-৩ আসনে ইকবাল হোসেন সবুজ এবং গাজীপুর-৫ আসনে মো. আখতারুজ্জামান।
তবে গাজীপুর-২ আসনে যুবলীগ নেতা সাইফুল ইসলাম স্বতন্ত্র হিসেবে থাকলেও ট্রাক প্রতীক বরাদ্দ পাননি। এ ছাড়া গাজীপুর-৪ আসনে আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী নেই। কিন্তু এ আসনে ট্রাক প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী সামসুল হক।
এদিকে, জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন গাজীপুর-১ ও ৫ আসনে, গাজীপুর-২ আসনে মো. জয়নাল আবেদীন, গাজীপুর-৩ আসনে এফ এম সাইফুল ইসলাম ও গাজীপুর-৪ আসনে মো. শামসুদ্দিন খান নিজস্ব প্রতীকে নির্বাচনে লড়বেন।
সোমবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন দলের প্রার্থীদের প্রতীক হাতে তুলে দেন গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
উল্লেখ্য, প্রতীক বরাদ্দের দিন ক্ষমতাসীন দলের কোনো প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেননি। তাদের পক্ষে প্রতিনিধিরা প্রতীক নেন।
বিডি প্রতিদিন/এমআই