রাজশাহী-৬ আসনের ইউসুফপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহরিয়ার আলম। রাজশাহী-৫ আসনের আওয়ামী লীগ প্রার্থী আবদুল ওয়াদুদ প্রচারণা চালিয়েছেন দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি এলাকায়।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের পিরিজপুর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বর্ধিত সভায় যোগ দেন রাজশাহী-১ আসনের এমপি ও আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী। বিকেলে ওই আসনে প্রচারণা মিছিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী শামসুজ্জোহা বাবু।
রাজশাহী-৩ আসনের মোহনপুরে মহিলা লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান আসাদ। পরে তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। রাজশাহী-৪ আসনে প্রচারণা চালিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান এমপি এনামুল হক। ভবানীগঞ্জের খাজাপাড়া, দরগা মাড়িয়া, জানিপুর, সাদৌপাড়া, সূর্যপাড়া এলাকায় কাঁচি প্রতীকের পক্ষে গণসংযোগ করেন তিনি।
বিডি প্রতিদিন/হিমেল