শ্যামপুর ও কদমতলীকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত রাখতে ভোটারদের লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের জাপা মনোনীত প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা।
তিনি বলেছেন, আমি অত্র এলাকায় যতদিন এমপি ছিলাম ততদিন কোনো অন্যায়ের সাথে আপস করিনি। এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে লাঙ্গল মার্কাকে ভোট দিয়ে পুনরায় জয়যুক্ত করার জন্য এলাকাবাসীর প্রতি আজ্বান জানান তিনি।
সোমবার দিনব্যাপী লাঙ্গল মার্কায় ভোট চেয়ে মীরহাজীরবাগ, জুরাইন বিক্রমপুর প্লাজা, তুলা বাগিচা, সবুজবাগ, ঋষি পাড়া, ৫৪ নং ওয়ার্ডের আলমবাগ, মুন্সিবাড়ী, ৫৮ নং ওয়ার্ডের রাজাবাড়ি, নেমা শ্যামপুর, ওয়াসা রোড, পালপাড়া, শিল্পাঞ্চল, ৫২ নং ওয়ার্ডের মুরাদপুর, মেডিকেল রোড, ৫৯ মোহাম্মদবাগ, পূর্ব কদমতলী, মেরাজনগর, চাকদা, ঢাকা ম্যাচ, ওয়াসা কলোনী এবং ৪৭ নং ওয়ার্ডের ফরিদাবাদ, শহীদনগর এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
গণসংযোগকালে বাবলার সাথে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সালমা হোসেন, কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, ইব্রাহিম মোল্লা, কাউসার আহমেদ, শামসুজ্জামান কাজল, শাহনাজ পারভীনসহ শ্যামপুর-কদমতলী থানার জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ