ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বিস্ফোরক মামলায় শফিউদ্দিন (৭২) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। শফিউদ্দিন গাজীপুরের কাপাসিয়া উপজেলার মৃত ইউনুস আলীর ছেলে।
সোমবার বিকাল ৩টায় ঢামেক হাসপাতালে কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
তিনি বলেন, মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষ অবগত রয়েছেন।
এর আগে গত ২৮ নভেম্বর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরাণীগঞ্জ) থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন কারারক্ষী'রা।
কারাসূত্রে জানা গেছে, তিনি বিস্ফোরক মামলায় বন্দী ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত