রাজধানীর খিলক্ষেত ফুটওভার ব্রিজের নিচে প্রাইভেটকারের ধাক্কায় মারা গেছেন নারী-শিশুসহ তিনজন। এ ঘটনায় সুমন মিয়া নামে একজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার রাত ৯টার দিকে খিলক্ষেত বাজার যাত্রী ছাউনি সংলগ্ন প্রধান সড়কে দুর্ঘটনা ঘটে।
প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই ইয়াসিন নামে আট বছরের এক শিশু নিহত হয়। আহত অবস্থায় আমরিনা হক (২৭) নামে এক নারী ও উজ্জ্বল পান্ডেকে (২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার জানান, একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের উপরে উঠে পড়ে। এতে এক শিশু ঘটনাস্থলে মারা যায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে আরও দু’জন মারা যান। প্রাইভেটকারটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, খিলক্ষেত থেকে তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। দু’জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। এ ঘটনায় আহত সুমন ভর্তি আছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।
বিডি-প্রতিদিন/বাজিত