রাজধানীর আদাবরে রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
পথচারী মাহবুব আলম জানান, আদাবর থানার পাশে ওই নারী হেঁটে রাস্তা পরাপারের সময় দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় আঘাত পান। আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয় যান। পরে ওইখান থেকে তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল পরে সেখান থেকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন