খুলনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হলেও শুক্রবার র্যাব-৬ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
গ্রেফতারকৃতরা হলেন ঠাকুরগাঁওয়ের উত্তর ঠাকুরগাঁও এলাকার জিতেন দাসের ছেলে ইলিয়াস দাস আব্দুল্লাহ ওরফে হুজাইফা উসামা (২৭), পাবনার খয়েরসুতি গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে মো. সাব্বিরুল ইসলাম সাব্বির ওরফে আবু সাব্বির আল বাঙালি (২০) ও গোপালগঞ্জের কোটালিপাড়ার কুলপাড়া গ্রামের ইলিয়াস লস্করের ছেলে শামিম লস্কর (১৯)।
র্যাব-৬-এর মুখপাত্র এএসপি তারেক আমান বান্না জানান, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-৬ এর একটি অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে খুলনার বটিয়াঘাটা থানার সাচিবুনিয়া রেলক্রসিং সংলগ্ন এলাকায় জঙ্গি সংগঠনের সদস্যরা গোপন বৈঠক করছে। এর পরিপ্রেক্ষিতে সাচিবুনিয়া রেলক্রসিং সংলগ্ন একটি টিনশেড ঘরে অভিযান চালিয়ে আনসার আল ইসলামের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় অজ্ঞাতনামা আরও তিন থেকে চার সদস্য পালিয়ে যান। পরে তাদের কাছ থেকে বিভিন্ন উগ্রবাদী বই, লিফলেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল