দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল-৫ সংসদীয় আসনের প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সদর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. শওকত আলী।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন মেট্রো পুলিশ কমিশনার জিহাদুল কবির ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন।
এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও সহকারী রিটার্নিং কর্মকর্তা গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুব উল্লাহ মজুমদারসহ প্রশিক্ষণার্থী প্রিজাইডিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় ৭ জানুয়ারি সুষ্ঠু-সুন্দর পরিবেশে একটা স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রিজাইডিং কর্মকর্তাদের নানা দিকনির্দেশনা দেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী।
বিডি প্রতিদিন/এমআই