নির্বাচন পদ্ধতির সংস্কার, স্বাধীন নির্বাচন কমিশন গঠন, দুর্নীতির মূলোৎপাটনসহ ২৭ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।
শনিবার পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী।
ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আল্লামা মোশাররফ হোসেন হেলালী, এইচ এম মুজিবুল হক শাকুর, মোহাম্মদ তরিকুল হাসান লিংকন, আবদুল খালেক, আবু জাফর মোহাম্মদ হাবিবুল্লাহ, জসিম উদ্দিন মাহমুদ, মোহাম্মদ নজরুল ইসলাম, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী, মোহাম্মদ হানিফ ও এস এম তারেক হোসাইন।
ইশতেহারে আরও রয়েছে অর্থ পাচার রোধ, ব্যাংকিং ব্যবস্থায় স্বচ্ছতা আনয়ন, শিক্ষা পদ্ধতির সংস্কার, কৃষি নির্ভর শিল্পের প্রসার ও কৃষি খাতকে উৎসাহিত করা, শিল্প বাণিজ্যের সম্প্রসারণ, নারীর ক্ষমতায়ন, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি করা। এছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়ন-সম্প্রসারণ, তথ্য-প্রযুক্তির উন্নয়ন, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা, প্রশাসনিক স্বচ্ছতা আনয়ন, সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল করাসহ আধুনিক সাজ-সরঞ্জাম সজ্জিত একটি প্রশিক্ষিত প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলা। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করণ, একটি শক্তিশালী কার্যকর সংসদ প্রতিষ্ঠা এবং মহান মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নসহ ২৭ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত