'সুস্থ রাখতে দেহ ও মন, নিয়মিত হাটা প্রয়োজন'- স্লোগানকে সামনে রেখে, সারা দেশের এসএসসি-২০০১ ব্যাচ ও সারা দেশের মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে 'এসএসসি ২০০১ বাংলাদেশ ফাউন্ডেশন'। এই উদ্যোগের অংশ হিসেবে আজ সকাল ৭টা থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে।
কুড়িল বিশ্ব রোড থেকে ৩০০ ফুট ওয়াকওয়ে ধরে ৫ কিলোমিটার হাঁটা, চিকিৎসকদের নিয়ে স্বাস্থ্য সচেতনতার জন্য সেমিনার ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় মানুষকে সচেতন করতে ৪০ শতাংশ ডিস্কাউন্টে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। CBC, RBS, S creatinine, HBsAg, S lipid profile এই পরীক্ষাগুলা প্যাকেজের অন্তর্ভুক্ত।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিত রহমান চৌধুরী বলেন, শরীরকে সুস্থ রাখার মহা ওষুধ নিয়মিত হাঁটা। আমাদের খাদ্যাভ্যাস ও কায়িক পরিশ্রম না করার ফলে, ঘরে ঘরে ডায়াবেটিস, লিভার ও হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপক হাড়ে বৃদ্ধি পাচ্ছে। আশঙ্কাজনক হারে বাড়ছে লিভারে আক্রান্ত রোগীর সংখ্যা। অথচ এই সকল রোগ থেকে শরীরকে মুক্ত রাখতে খাদ্যাভ্যাস পরিবর্তন ও নিয়মিত ৪০ মিনিট হাঁটাই রক্ষা করতে পারে এই সকল রোগ থেকে।
গত ১ মাসে আমাদের 'এসএসসি ০১ ও এইচএসসি ২০০৩ বাংলাদেশ' কমিউনিটিতে এই ক্যাম্পেইনের ফলে আমরা ব্যাপক সারা পেয়েছি। ইতিমধ্যে কয়েক হাজার বন্ধুদের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে, নিয়মিত হাঁটা শুরু করেছে। আমরা এখন আমাদের এই কমিউনিটির বাইরেও সারা দেশের মানুষের মাঝে এই সচেতনতা ছড়িয়ে দিতে চাই।
সেমিনারে বক্তব্য রাখেন এসএসসি ২০০১ ব্যাচের চিকিৎসক বন্ধু, সহকারী অধ্যাপক ডা. গাউছুল আজম, ডা. মোস্তফা কামাল আরেফিন, ডা. নাছরিন আক্তার সিমু, ডা. আহমেদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজুর রহমান রিয়েল, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তাপস রঞ্জন ঘোষ, আয়োজনের স্পনসর কার সিটির সত্ত্বাধিকারী জুবায়ের রহমানসহ অনেকে।
বিডি প্রতিদিন/আরাফাত