বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য অগ্নিসংযোগ, অসহযোগ প্রত্যাখ্যান করে ঢাকায় বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত। আজ তেজগাঁও হোটেল হলিডে ইনের উল্টো দিকে হাতিরঝিলের রাস্তার মাথায় বীর মুক্তিযোদ্ধা ও সন্তানদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপু। এসময় বক্তব্য রাখেন মো. শাহজাহান, কমান্ডার আবুল বাসার, জামাল খান প্রমুখ।
মিছিলটি তেজগাঁও, কাওরান বাজার ঘুরে শেষ হয়। দেশবাসীকে স্বাধীনতার প্রতীক নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। এসময় স্থানীয় এমপি ও ঢাকা-১২ আসনের নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামালকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানানো হয়।
বিডি প্রতিদিন/আরাফাত