নারায়ণগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার পক্ষে মিছিল করেছেন হাজার হাজার মানুষ। আসনটির সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীর চালানো অত্যাচারের প্রতিকার পেতে এবারের নির্বাচনে শাহজাহান ভূঁইয়াকে ভোট দিতে উঠান বৈঠক ও গণসংযোগও করেন তারা।
এদিকে, গাজী পরিবারের নির্যাতনের শিকার তৃণমূল বিএনপির নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী ড. তৈমুর আলম খন্দকার। গোলাম দস্তগীর গাজীর নির্যাতন থেকে এলাকাবাসীকে মুক্তি দিয়ে উন্নয়নের শিখরে নেয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের।
জানা গেছে, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বচন। ঢোলের তালে এরই মধ্যে প্রার্থীরা মেতে উঠেছেন প্রচারে। চলছে উঠান বৈঠক, ভোটারদের দেয়া হচ্ছে নানান প্রতিশ্রুতি।
সকাল থেকেই স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার জন্য উঠান বৈঠক করেন মুড়াপাড়া ইউনিয়নের হাজার হাজার মানুষ। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতা, জনপ্রতিনিধিরাও শাহজাহান ভূঁইয়ার পক্ষে ভোট চান।
তারা বলেন, সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীর ভূমি দস্যুতা, মাদক করবার, অবৈধভাবে অর্থ আত্মসাৎ, সন্ত্রাসী দ্বারা হামলা মামলা থেকে বাঁচতে হলে ৭ জানুয়ারি নির্বাচনে ভোট দিয়ে শাহজাহান ভূঁইয়াকে জেতাতে হবে।
রূপগঞ্জের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল জব্বার বলেন, বর্তমান এমপির অত্যাচার থেকে এই রূপগঞ্জবাসী মুক্তি চায়। সবাই স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়াকে ভোট দিয়ে জয়ী করুন।
মুড়াপাড়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালান আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূইয়া বলেন, নির্বাচিত হলে রাজধানীর অতি কাছে থাকা সত্ত্বেও পিছিয়ে থাকা এই এলাকার উন্নয়নে কাজ করবো আমি। সাবেক এমপি গাজী পরিবারের অত্যাচার থেকে মুক্ত করবেন এলাকাবাসীকে।
এর আগে রূপগঞ্জে মুড়াপাড়া উইনিয়নের ৬নং ওয়ার্ডে প্রচারণা চালান তৃণমূল বিএনপির প্রার্থী ড. তৈমুর আলম খন্দকার। তিনি বলেন, সাধারণ মানুষের মতো আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী পরিবারের নির্যাতনের শিকার আমি নিজেও। এসময় নৌকা প্রার্থী গোলাম দস্তগীর গাজী হামলার প্রতিকার চান এই আসনের প্রার্থীরা।