ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র করার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে নগরীর সদর রোডে মানববন্ধন করা হয়। বরিশাল সিটি কর্পোরেশনের সর্বস্তরের জনগনের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রফেসর মো. লোকমান হাকিম।
বক্তব্য রাখেন মাওলানা জাকারিয়া হামিদী, মাওলানা আবুল খায়ের, নাসিরউদ্দিন নাইস, আজিজুল হক, তানভীর আহম্মেদ শোভন প্রমুখ।
বক্তারা জানান, ঢাকা দক্ষিণ এবং চট্রগ্রামে মামলার পর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। তাহলে বরিশালে কেন ফয়জুল করিমকে মেয়র ঘোষণা করা যাবে না প্রশ্ন তুলেছেন তারা।
বক্তারা দাবি করেন- ২০২৩ সালের বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। নৌকার প্রার্থীর সমর্থকরা হামলা করে তাকে আহত করেছে। এমনকি সকল কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়েছে। নির্বাচন কমিশন নৌকার প্রার্থীর পক্ষে কাজ করেছেন।
নিরপেক্ষ ভোট হলে হাতপাখার প্রার্থী জয়ী হতেন। তাই মুফতি ফয়জুল করীমকে মেয়র ঘোষনা চেয়ে আদালতেও মামলা করা হয়েছে। নির্বাচনী ট্রাইব্যুনাল আগামী রবিবার এ বিষয়ে আদেশ দেবেন। মুফতি ফয়জুল করীমকে মেয়র ঘোষণার দাবিতে শনিবার (১৯ এপ্রিল) বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ