ঢাকার বনানী থানাধীন মহাখালী আদর্শ নগর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বির রহমান (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় সাততলা সংক্রমণ ব্যাধি হাসপাতালের পাশের খেলার মাঠে এই ঘটনা ঘটে।
মৃত সাব্বির ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার আশুরাই গ্রামের চট্ট মিয়ার ছেলে। সে বর্তমানে মহাখালী আদর্শ নগরের সাততলা পোড়াবস্তি এলাকায় পরিবারসহ ভাড়া থাকত।
সাব্বিরের ভগ্নিপতি রিপন আহমেদ জানান, সাব্বির ফুটপাতে তার খাবার হোটেল ও চায়ের দোকানে কাজ করত। সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে মাঠে খেলাধুলা শেষে তাদের মধ্যে এক বন্ধু মজা করে সাব্বিরের জুতা খুলে ফেলে দেয়। সেটি গিয়ে পড়ে পাশের একটি চাতালের ছাদে।
তিনি আরও জানান, চাতালে ওঠার জন্য সাব্বির জানালা বেয়ে উপরে উঠছিল। এ সময় জানালার গ্রিলে বিদ্যুৎ সংযোগ থাকায় স্পর্শ করতেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তার বন্ধুরা ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে এ বিষয়ে অবগত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ