‘প্রযুক্তিতে মুক্তি’ স্লোগানে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বসেছে তিনদিনের ‘টেকশহর ডটকম ল্যাপটপ ফেয়ার ২০১৬’। মেলায় বিশ্বখ্যাত কোরিয়ান ব্র্যান্ড টোটোলিংক নিয়ে এসেছে হরেক রকমের ওয়াই ফাই রাউটার। পাশাপাশি ক্রেতাদের জন্য রয়েছে নিশ্চিত উপহার।
টোটোলিংকের স্থানীয় পরিবেশক গ্লোবাল ব্র্যান্ডের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আকরাম হোসেন জানান, এবার মেলায় টোটোলিংকের বেশ কয়েকটি নতুন মডেলের রাউটার এসেছে। টোটোলিংকের ২২ নং স্টল থেকে ক্রেতারা আকর্ষনীয় দামে এসব রাউটার কিনতে পারবেন। পাশাপাশি Scratch & Win অফারের আওতায় ক্রেতারা বাইসাইকেল , স্মার্টফোন, পাওয়ার ব্যাংক, স্পিকার, টি-শার্ট ,মগসহ আকর্ষণীয় সব উপহার পাবেন।
১৫ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরিহিত অবস্থায় কিংবা পরিচয়পত্র প্রদর্শন করে বিনামূল্যে প্রবেশ করতে পারছেন। প্রতিবন্ধীরাও বিনামূল্যে প্রবেশের এই সুযোগ পাচ্ছেন। এছাড়া টেকশহরডটকমের অ্যাপ ডাউনলোড করেও বিনামূল্যে প্রবেশের সুবিধা রয়েছে। মেলায় টিকিটের অর্থ দুরারোগ্য রোগে আক্রান্ত রোগী/ভুক্তভোগী পরিবারকে সহায়তা করা হবে।
বিডি-প্রতিদিন/ ১৫ ডিসেম্বর, ২০১৬/ পাভেল/ আফরোজ