সিপি ফাইভ স্টার (CP Five Star) বাংলাদেশে নিয়ে আসলো সম্পূর্ণ থাই স্বাদের টম ইয়াম ফ্রাইড চিকেন(Tom Yum fried chicken)।
সোমবার ১৬ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় প্রতিষ্ঠানটির প্যাভিলিয়নে প্রধান অতিথি হিসেবে খাবারটি অবমুক্ত করেন সিপি গ্রুপের ভাইস চেয়ারম্যান নুথারক্রিত শিভাশ্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিপি গ্রুপের ভাইস চেয়ারম্যান নুথারক্রিত শিভাশ্রী বলেন, আমাদের বিশ্বাস বাংলাদেশে সিপি চিকেন তাদের জনপ্রিয়তা অটুট রাখবে। অন্যান্য চিকেন আইটেমগুলোর মতোই টম ইয়াম ফ্রাইড চিকেন জনপ্রিয়তা পাবে।
সিপি বাংলাদেশ কোং লি.-এর প্রেসিডেন্ট সুচাত সুন্তিপাদা বলেন, বাংলাদেশে সিপির পরিসর আমরা আরো বৃদ্ধি করবো। সাধারণ গ্রাহকদের কথা চিন্তা করেই আমাদের পরিকল্পনা সাজাবো।
সিপি বাংলাদেশ কোং লিমিটেডের এর সহকারী ভাইস প্রেসিডেন্ট (কমার্শিয়াল ইউনিট) ওয়াত্তিচাই উথিয়ারাত্নে বলেন, বিগত বছরগুলোতে টম ইয়াম চিকেন শুধু স্যুপে দেয়া হয়। কিন্তু এবার চিকেন ফ্রাই হিসেবে পণ্যটি বাজারে আসলো। আমরা আশা করি, সিপির অন্যান্য খাবারের মতোই এটা জনপ্রিয় হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপি গ্রুপের এশিয়া, রাশিয়া এবং মিয়ানমারের চেয়ারপার্সন ‘ম. নাতাক্রিত সিভাস্রি’, সিপি বাংলাদেশের প্রেসিডেন্ট ম. ‘সুচাদশান্তিপাদ’ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/ ১৬ ডিসেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন