ভারতের ব্যাঙ্গালোরে আয়োজিত এক অনুষ্ঠানে লেনোভো গ্রোথ পার্টনার অ্যাওয়ার্ড পেল বাংলাদেশে লেনোভোর অন্যতম ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।
এসময় লেনোভোর উর্দ্ধতন কর্মকর্তাদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ্ এবং ডিরেক্টর জসিম উদ্দিন খন্দকার। এসময় আরও উপস্থিত ছিলেন পরিচালক রাজেশ থারানি, মহাব্যবস্থাপক নিরাজ পাঞ্চয়েলি, রিজিওনাল সেলস ম্যানেজার শেখর কর্মকার, সেলস ম্যানেজার রাশেদ কবির এবং গ্লোবাল ব্র্যান্ডের ডিজিএম (লেনোভো) হাসান রিয়াজ।
লেনোভোর মার্কেট বৃদ্ধিতে অনবদ্য ভূমিকা রাখার জন্যই এই অ্যাওয়ার্ড অর্জন করেছে গ্লোবাল ব্র্যান্ড।
উল্লেখ্য, ২০১৩ সাল থেকে লেনোভোর পণ্য বাজারজাত করে আসছে গ্লোবাল ব্র্যান্ড। গ্লোবাল ব্র্যান্ড আশা করছে ভবিষ্যতে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
বিডি প্রতিদিন/২৪ জানুয়ারি, ২০১৭/ফারজানা/পাভেল