সম্প্রতি গ্লোবাল ব্র্যান্ডের আয়োজনে গুলশানের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে “ব্রাদার কর্পোরেট সেমিনার ২০১৭”। সেখানে ব্রাদার প্রিন্টারের উপর একটি মূল্যবান পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখান ব্রাদার গাল্ফ এর জেনারেল ম্যানেজার অমিত আলী। এছাড়া লেবেলিং, কমার্শিয়াল প্রিন্টার ও স্ক্যানারের উপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন দেখান ভাবিক মাতানি।
প্রেজেন্টেশন শেষে এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র। এতে পাচঁজন ভাগ্যবান অতিথি উপহার হিসেবে জিতে নেন পাচঁটি আকর্ষনীয় প্রিন্টার।
সর্বশেষে গ্লোবাল ব্র্যান্ডের পক্ষ থেকে চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ্ সমাপনি বক্তব্য প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর রফিকুল আনোয়ার, ডিরেক্টর জসিম উদ্দিন খন্দকার এবং প্রোডাক্ট ম্যানেজার গোলাম সরওয়ারসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
বিডি-প্রতিদিন/পাভেল/এস আহমেদ