পুরো সেপ্টেম্বর মাসজুড়ে হ্রাসকৃত মূল্যে কেনা যাবে ওয়ালটন ল্যাপটপ। মডেল ভেদে ওয়ালটন ব্র্যান্ডের ল্যাপটপে ক্রেতারা পাচ্ছেন সর্বোচ্চ ৬০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট।উচ্চগতির ওয়াক্সজ্যাম্বু সিরিজের গেমিং ল্যাপটপ এখন পাওয়া যাচ্ছে ৮৩,৫৫০ টাকায়। আর কেরোন্ডা সিরিজের গেমিং ল্যাপটপ মিলছে ৭৪,৫৫০ টাকায়। এছাড়াও, টেমারিন্ড ও প্যাশন সিরিজের সব মডেলের ল্যাপটপেরও দাম কমেছে।
বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে ওয়ালটনের ২৬টি ভিন্ন মডেলের ল্যাপটপ। মাত্র ২০ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে ১২ মাসের কিস্তিতে কেনা যায় সাশ্রয়ী মূল্যের এসব ল্যাপটপ। এছাড়া, শিক্ষার্থীদের জন্য থাকছে ৩ মাসের কিস্তিতে নগদ মূল্য পরিশোধের সুযোগ।
উল্লেখ্য, ওয়ালটন প্রোডাক্ট লাইনে সম্প্রতি যুক্ত হয়েছে গেমিং ও সাধারণ মাউস এবং কি-বোর্ড। শিগগিরই আসছে ডেক্সটপ কম্পিউটার ও মনিটর। সব মডেলের ব্যাটারিতে ৬ মাসের এবং ল্যাপটপে থাকছে ২ বছরের বিনামূল্যের বিক্রয়োত্তর সেবা।
বিডি প্রতিদিন/এ মজুমদার