মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতির সাথে টেলিটক বাংলাদেশ লিমিটেডের বিদ্যুৎবিল গ্রহণের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ বুধবার সকালে মেহেরপুর পল্লীবিদুৎ আফিসে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতির পক্ষে চুক্তি স্বাক্ষর করেন মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. রেজাউল করিম। টেলিটকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন টেলিটক বাংলাদেশ লিমিটেডের জেনারেল মেনেজার (মাকেটিং) মো. হাবিবুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতির নিবাহী প্রকৌশলী মো. মহিউদ্দিন, এ জিএম (রাজস্ব) মো. নাজিমউদ্দিন, মেহেরপুর টেলিটকের ডিস্ট্রিউবিটর মো. রুবেল, টেলিটকের মার্কেট প্রমোটার মো. শাফিরুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/৪ অক্টোবর, ২০১৭/ফারজানা