রূপালী ব্যাংক লিমিটেডের বরিশাল বিভাগীয় কার্যালয়ের শাখা সমূহের ব্যবস্থাপকদের সম্মেলন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বরিশাল ক্লাবে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. আতাউর রহমান প্রধান।
বিভাগীয় কার্যালয় বরিশালের জিএম একেএম সামসুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান কার্যালয়ের জিএম মো.কাইসুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বরিশাল ও পটুয়াখালীর জোনাল প্রধানগনসহ ৪৯টি শাখার শাখা ব্যবস্থাপক এতে উপস্থিত ছিলেন।
এ সময় আতাউর রহমান প্রধান বলেন, ২০১৮ সালের মধ্যে দেশের সকল উপজেলায় রূপালী ব্যাংকের এটিএম বুথ স্থাপন করা হবে। এতে করে এই ব্যাংকের গ্রাহকরা আরো উন্নত সেবা পাবেন।
প্রাথমিক শিক্ষা উপবৃত্তির টাকা প্রায় এক কোটি শিক্ষার্থীর মায়ের একাউন্টে রূপালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পৌঁছে দেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখছে রূপালী ব্যাংক।
ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি প্রসঙ্গে এমডি বলেন, গ্রাহক সেবায় শাখাগুলোকে আরও আন্তরিক হওয়ার মাধ্যমে উন্নত ও দ্রুততর সেবা প্রদান করা যেতে পারে। এছাড়াও তিনি শ্রেণিকৃত ঋণ কমিয়ে আনা এবং এসএমই ঋণ বিতরণের মাধ্যমে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি নিশ্চিতকরণের বিষয়ে সবাইকে আরো সচেষ্ট হওয়ার আহবান জানান।
বিডি প্রতিদিন/২৬ অক্টোবর, ২০১৭/ফারজানা