রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চলছে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’। এতে অংশগ্রহণ করেছে দেশীয় ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিকস, হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। যেখানে সাশ্রয়ী মূল্যে তাদের প্রযুক্তি পণ্য প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে।
এবারের ডিজিটাল ওয়ার্ল্ডে ওয়ালটন বেশকিছু সুদৃশ্য মডেলের মোবাইল ও ল্যাপটপ নিয়ে এসেছে। এ ব্যাপারে ডিজিটাল ওয়ার্ল্ডে ওয়ালটন প্যাভিলিয়নের দায়িত্বরত কর্মকর্তারা জানান, এবারের মেলায় ওয়ালটনের বেশকিছু মডেলের মোবাইল ও ল্যাপটপ এসেছে। ক্রেতাদের ওয়ালটনের বিভিন্ন পণ্য সম্পর্কে ধারণা দিতে এই অংশগ্রহণ।
এছাড়া শুরু থেকে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলেও জানান দায়িত্বরত কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/০৮ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ