রূপালী ইনভেস্টমেন্টের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রধান রূপালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মনজুর হোসেনের হাতে বার কোটি টাকার চেক হস্তান্তর করেছেন।
ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে রূপালী ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান রূপালী ইনভেস্টমেন্ট ২০১৭ সালের জন্য এ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ প্রদান করেন।
এ সময় রূপালী ইনভেস্টমেন্টের সিইও মো. মামুনুর রশিদসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/ ২৭ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান