'মেন্স লাইফস্টাইল ফেয়ার' কেবল পুরুষদের ফ্যাশন কেন্দ্র করে একটি মেলা। অনলাইন ভিত্তিক কিছু ফ্যাশন ব্রান্ডের এটি একটি সহযোগী উদ্যোগ। ২২ ডিসেম্বর শুরু হওয়া এই মেলাটি আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে, মহাখালী ডিওএইচএস-এর কসমস গ্যালারিতে।
এই উদ্যোগের পেছনে আছেন জেন্টেলমান্স ওয়ারড্রব-এর প্রতিষ্ঠাতা ও ক্রিয়েটিভ ডিরেক্টর শাবাব দ্বীন শারেক। তিনি মনে করেন মার্জিত ফ্যাশনেবল পোশাক একজন পুরুষের মৌলিক প্রয়োজনীয়তা। তিনি আরও বলেন, একজন ভদ্রলোকের পোশাকই তার মান ও মর্যাদা পরিচয় দেয়। এতে তার দায়িত্ববোধ ও গাম্ভীর্যও ফুটে ওঠে। মেন্স লাইফস্টাইল ফেয়ার কেবলমাত্র শার্ট, প্যান্ট ও জুতার কোন মেলা নয়, এটি ছেলের জন্য একটি পরিপূর্ণ লাইফস্টাইলের সহায়ক।
এবার ৫টি অনলাইন ব্র্যান্ড নিয়ে এই উদ্যোগের পথযাত্রা। মেলায় অংশগ্রহণ করেছে জেন্টেলমেন্স ওয়ারড্রব, ঢাকা বুট বার্ন, স্ট্রিট ল, সুয়েনো এবং সারটোরিয়াল। মেলায় ক্রেতারা পাবেন স্যুট, শার্ট, প্যান্ট, টাইসহ আরও অনেক কিছু।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৭/ফারজানা