একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রূপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন বুলবুল ফরিদপুর-১ আসনে নৌকা প্রতীকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনায় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রধান নব-নির্বাচিত সাংসদকে প্রাণঢালা অভিনন্দন জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, অত্যন্ত দূরদর্শী এই সজ্জন ব্যক্তিত্ব জনপ্রতিনিধি হিসেবে আগামী দিনগুলোতে দেশ ও জাতির উন্নয়নের পাশাপাশি ব্যাংকিং সেক্টরের উন্নয়ন তথা সার্বিক অর্থনীতিতে বলিষ্ট ভূমিকা রাখবেন।
নব-নির্বাচিত সাংসদ বুলবুল বলেন, আমি নিরবে নিভৃতে সাধারণ মানুষের কল্যানে কাজ করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও এ চেষ্টা অব্যাহত থাকবে।
এ সময় ব্যাংকের পরিচালক মো. আবদুল বাছেত খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. মোরশেদ আলম খন্দকার, বেলায়েত হোসেন, জিএম মো. কাইসুল হক ও অরুণ কান্তি পালসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ তাফসীর