ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ও ইজিআর টেকনোলজি লিমিটেড'র মধ্যে সমঝোতা চুক্তি গত শনিবার (৫ জানুয়ারি) সম্পন্ন হয়েছে।
এখন থেকে ইজিআর টেকনোলজি লিমিটেড'র সমস্ত চাকুরিজীবি ও ইজিআর এপস ব্যবহারকারী গ্রাহকগন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে, কনসালটেশন ফি ১৫%, আউটডোর বিভাগে ২০%, প্যাথলজিতে ২৫% ও ইনডোর বিভাগে ১৫% কম খরচে চিকিৎসা সেবা পাবেন এবং ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের রোগীরা ইজিআর এপস ব্যাবহার করে এম্বুলেন্স বা গাড়ী ব্যাহার করলে নির্দিষ্ট ডিসকাউন্ট পাবে।
ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের পক্ষে চেয়ারম্যান ও চীফ কনসালটেন্ট ডাঃ এম ইয়াছিন আলী ও ইজিআর টেকনোলজি লিমিটেড এর পক্ষে মোঃ মেহেদী হাসান এই সমঝোতা চুক্তিতে সাক্ষর করেন।
এই সময় অন্যান্যের মধ্যে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক - নূরেন দূরদানা ইপা, ম্যানেজার কাষ্টমার সার্ভিস - মোঃ রকিবুজ্জামান রাকিব ও বিজনেস ডেভলপম্যান্ট এক্সিকিউটিভ - আলীনুর ইসলাম নুর এবং ইজিআর টেকনোলজি লিমিটেড এর জেনারেল ম্যানেজার অপারেশন - মোঃ সামছুল আলম, বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার নাইম সাদাত উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ তাফসীর