সিনেস্পটের সর্বশেষ অ্যাকশন-ভিত্তিক ওয়েব সিরিজ ‘ইন্দুবালা’ দেখার সুযোগ পাচ্ছেন একমাত্র রবি ও এয়ারটেল’র গ্রাহকরা। ওয়াপ ও অ্যাপ-ভিত্তিক বিনোদনমূলক প্লাটফর্ম সিনেস্পট এনেছে ইনোভেট সলিউশন লিমিটেড।
সমসাময়িক ঘটনাপ্রবাহে নির্মিত হয়েছে ইন্দুবালা। অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে বেশ কয়েকজন সচেতন নাগরিক ইন্দুবালা নামে একটি অনলাইন গ্রুপ গঠন করেন। এই অনলাইন গ্রুপটি আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে বেশ কয়েকটি গণবিচারের আয়োজন এবং অভিযুক্তদের কঠোর শাস্তি প্রদান করে।
প্রশাসনের বিরোধীতা স্বত্ত্বেও ইন্দুবালা অনলাইন গ্রুপটি সর্বস্তরের জনসাধারণের সমর্থন পেতে থাকে যতক্ষণ না এটি স্বাভাবিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে না দাঁড়ায়। অ্যাকশন দৃশ্যে ভরপুর ১২ পর্বের এই ওয়েব সিরিজটি মোহিত করে রাখবে দর্শকদের।
মূল ভূমিকায় অভিনয় করেছেন পপি, তারিক আনাম খান ও শহিদুজ্জামান সেলিম। এছাড়াও আঁচল আঁখি, এবিএম সুমন, ইমতু রাতিশ, আবু সাইদ খানসহ আরো অনেকের দেখা পাবেন দর্শকরা।
বিডি প্রতিদিন/ফারজানা