ডিবিএল সিরামিকস শনিবার (২ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে ডিলার মিট অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সামগ্রিক ব্যবসার অবস্থা এবং ভবিষ্যতের দিক নির্দেশনাবলী সম্পর্কে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ। এছাড়াও ডিবিএল সিরামিকস থেকে মোহাম্মদ খোরশেদ আলম, হেড অফ সেলস; বায়েজিদ বাশার, ডিজিএম- প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট; শেখ তারেক জহির, চীফ ফাইন্যান্সিয়াাল অফিসার এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটিতে একটি বিনোদনমূলক অংশও ছিল যেখানে স্ট্যান্ড আপ কমেডিয়ান জামিল হোসেন কমেডি এবং শিল্পী কর্নিয়া গান পরিবেশন করেন। এছাড়া চিটাগাং ভাইকিংসের খেলোয়াড়দের উপস্থিতি ছিল অনুষ্ঠানটির সবচেয়ে বড় আকর্ষণ।
চিটাগাং ভাইকিংস এর খেলোয়াড়রা ডিলারদের সঙ্গে কিছু মজার খেলায় অংশগ্রহণ করেন। ডিবিএল সিরামিকস লিমিটেড এ বছর চিটাগাং ভাইকিংস টীমের প্লাটিনাম স্পনসর হিসেবে রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন