ভাষার মাস জুড়ে দেশের তরুণ লেখকদের জনপ্রিয় সব বই ২৫ শতাংশ ছাড়ে সরবরাহ করছে অনলাইনে কেনাকাটার জনপ্রিয় সাইট ‘অথবা ডট কম’। প্রতিটি বইয়ের সাথে বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে লেখকের অটোগ্রাফ এবং অথবা ডট কমের পক্ষ থেকে নোটবুক, কফিপ্যাক ও চকোলেট উপহার।
এবারের বইমেলা উপলক্ষে তরুণ লেখক সাদাত হোসাইন, আয়মান সাদিক, মাহরীন ফেরদৌস, অন্তিক মাহমুদ, সাদমান সাদিক, কিঙ্কর আহসান এবং লতিফুল ইসলাম শিবলীর লেখা বই অথবা ডটকম থেকে এ ছাড়ে কেনা যাবে।
সম্প্রতি এই লেখকদের সাথে ‘অথবা ডট কম’ এর একটি চুক্তি স্বাক্ষর হয়। রাজধানীর বাড্ডায় অথবা ডট কমের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওই লেখকদের পাশাপাশি ‘অথবা ডট কম’ এর হেড অব বিজনেস আজিম হোসেন, ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার নির্ঝর কুমার কুন্ডু, অ্যাসিসটেন্ট বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার কাজী কাউসার সুইট এবং সাব-অ্যাসিসটেন্ট ম্যানেজার তাহানী জসীম উপস্থিত ছিলেন।
বইপ্রেমীরা তরুণ লেখক কিংবা জনপ্রিয় সব লেখদের বই কিনতে পারবেন https://www.othoba.com/books লিঙ্ক থেকে।
বিডি প্রতিদিন/ফারজানা