আরএফএল'র রেইনবো পেইন্টস, ওয়াকার ফুটওয়্যার এবং গৃহস্থালী প্লাস্টিকস পণ্যের ব্রান্ড টেল'র বিভিন্ন পণ্য পরিবেশনের সাথে সংশ্লিষ্ট পরিবেশকদের নিয়ে ঢাকার খিলক্ষেতের পাতিরায় আরএফএল কনফারেন্স সেন্টারে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত এ সম্মেলনে সারাদেশ থেকে কোম্পানির প্রায় দুই হাজার পরিবেশক অংশগ্রহণ করেন। আরএফএল এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, রেইনবো পেইন্টস, ওয়াকার ফুটওয়্যার এবং টেল প্লাস্টিকস এর চিফ অপারেটিং অফিসার কামরুল হাসান এবং হেড অব মার্কেটিং ফাহিম হোসেনসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার