মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে আইএফআইসি ব্যাংকের ১৪৮তম শাখার। আইএফআইসি ব্যাংকের আধুনিক ও সাশ্রয়ী সেবা গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুক্রবার নতুন এ শাখার যাত্রা শুরু হলো।
এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আইএফআইসি ব্যাংকের হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং নুরুল বাশার আব্দুল মামুন শাখাটির উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজাসহ স্থানীয় গণমাণ্য ব্যক্তিবর্গ ও ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/০৯ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত