৪০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি উইন্টার স্ম্যাশ-২০১৯’ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে চারদিন ব্যাপী এ টুর্নামেন্ট আগামী শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) শুরু হবে।
চতুর্থবারের মতো এ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় থাকছে প্রাণ ফুডস লিমিটেডের স্ন্যাকস ব্র্যান্ড ‘ক্র্যাকো’। এছাড়া টুর্নামেন্টের সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। সোমবার রাজধানীর প্রাণ সেন্টারে এক সংবাদ সম্মেলনে ক্র্যাকো’র পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ও উপাচার্য অধ্যাপক এমএম শহীদুল হাসান উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে প্রাণ ফুডস এর ক্যাটাগরি ম্যানেজার রাজিবুল ইসলাম লেনিন, ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার মোস্তাক আহমেদ, অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার ইসমাইল হোসেন এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন এর রেফারি আয়াজ আল আমিনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর