ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৯-এর ‘সেরা প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন’ ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করেছে বেঙ্গল মিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। অনুষ্ঠানে পুরস্কার নিতে উপস্থিত ছিলেন জনাব এ.এফ.এম আসিফ (সি ই ও, বেঙ্গল মিট)।
বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশের প্রথম ও একমাত্র আন্তর্জাতিক মানসম্মত কসাইখানা এবং রপ্তানী কেন্দ্রিক বিশ্বমানের মাংস শিল্প। বেঙ্গল মিট নিরাপদ, স্বাস্থ্যকর, হালাল মাংস এবং অন্যান্য মাংস পণ্য উত্পাদন করে থাকে, যা দেশে ও আন্তর্জাতিক বাজারের জন্য সর্বোচ্চ মানের এবং মানদণ্ডের।
বেঙ্গল মিট ভোক্তাদের জন্য খাদ্য নিরাপত্তা মান পূরণ নিশ্চিত করতে বিধিসংক্রান্ত নিয়ম এবং রেগ্যুলেটরি নীতিমালা উভয়ই মেনে চলে। বেঙ্গল মিট হালাল, সতেজ, স্বাস্থ্যকর এবং অনন্য মানের গবাদি পশু, ছাগল, ভেড়া, মুরগী এবং পাখি অফার করে থাকে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর