আইপিডিসি ইয়াং প্রফেশনাল সামিট (ওয়াইপিএস) ২০১৯ শুরু হয়েছে। ১১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের কনফারেন্স হলে ‘সিইও’স অব ফিউচার’ স্লোগানে এ সম্মেলনের উদ্বোধন হয়। ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব (ডিইউসিসি)-এর সহযোগিতায় এ সম্মেলনের আয়োজক লাইটহাউস।
দেশের পরবর্তী প্রজন্মের শিল্প, কর্পোরেট ও সামাজিক নেতৃত্বকে উৎসাহিত করার জন্য এই সম্মেলন। উদীয়মান ও সম্ভাবনাময় তারুণ্যের জন্য নতুন দক্ষতা অর্জন, গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী শিল্পে যুক্ত হওয়া, কর্পোরেট এবং সামাজিক নেতাদের সাথে যোগাযোগ ও নেটওয়ার্ক বিস্তৃত করার এটি অনন্য একটি সুযোগ।
মূল সম্মেলন অনুষ্ঠিত হওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)-এ পৃথকভাবে ১২টি রোড-শো অনুষ্ঠিত হবে। রোড-শো থেকেই ১২টি বিশ্ববিদ্যালয় থেকে আলাদা আলাদা ১০ জন করে সর্বমোট ১২০ জনকে সম্মেলনে অংশগ্রহণের জন্য স্কলারশিপ প্রদান করা হবে। রোড-শো’তে অংশগ্রহণকারীদের উপস্থিত সমস্যা সমাধানের দক্ষতা যাচাইয়ের ভিত্তিতে এই স্কলারশিপ প্রদান করা হবে। শিক্ষার্থীরা সম্মেলনে অংশ নেওয়ার জন্য ডিইউসিসি প্রেজেন্টস আইপিডিসি ইয়াং প্রফেশনাল সামিট (ওয়াইপিএস) ২০১৯ শীর্ষক ফেসবুক ইভেন্ট পেজে নিবন্ধন করতে পারবে।
সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন কোয়ালিটি ফিডস লিমিটেড-এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর উযায়ের হাফিয; ঊর্মি গার্মেন্টস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ এবং লাইটহাউস বাংলাদেশ করপোরেট প্রোগ্রাম লিমিটেড-এর চিফ এক্সিকিউটিভ অফিসার নাজমুস আহমেদ আলবাবসহ আরও অনেকে।
বিডি প্রতিদিন/ফারজানা