ময়মনসিংহে সম্পূর্ণ অনলাইন সুবিধা নিয়ে রূপালী ব্যাংক লিমিটেডের ৫৬৯তম কাঁচিঝুলি শাখার উদ্বোধন করা হয়েছে।
সোমবার প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান উপস্থিত থেকে নতুন এই শাখার উদ্বোধন করেন।
ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের জিএম ওয়াহিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রধান, ব্যাংকের রিকভারি স্পেশালিস্ট পেয়ার আহমেদ ভূঁইয়া, জনসংযোগ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার ইয়াছমিন বেগম এবং ময়মনসিংহ, জামালপুর ও টাঙ্গাইল অঞ্চলের আঞ্চলিক প্রধানরা।
বিডি প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত