দ্রুত বর্ধনশীল বাংলাদেশ এখন বিশ্ব অর্থনীতির রোল মডেল। আর বাংলাদেশের এই এগিয়ে যাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেশের ব্যবসা এবং বাজারজাতকরণ।
ব্যবসায়িক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য নানান স্বীকৃতি আছে কিন্তু যারা পণ্য বাজারজাত করে গ্রাহকের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছে সেই মার্কেটারগণের বড় কোন স্বীকৃতি নেই। তাই সর্বাধিক ব্র্যান্ড এবং মার্কেটিং প্ল্যাটফর্ম- বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং দেশের সবচেয়ে জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল এবং একমাত্র সুপারব্র্যান্ড টিভি চ্যানেল- চ্যানেল আই একসঙ্গে উদ্যোগ নিয়েছে 'মার্কেটিং সুপারস্টার' চালুু করার, যার মূল লক্ষ্য মার্কেটিং সেক্টরের কিংবদন্তীদের সম্মান জানানো।
দেশের অর্থনীতিকে এগিয়ে নেয় ব্যবসা আর ব্যবসায়ের প্রসার ঘটায় মার্কেটিং সেই সঙ্গে সামাজিক অগ্রগতি এবং উন্নয়নেও ভূমিকা রাখে মার্কেটিং। বাংলাদেশে সত্যিকারের মার্কেটিং শুরু হয় ৮০-এর দশকে এবং তারপর থেকে এটি এগিয়ে যাচ্ছে, এরই ধারাবাহিকতায় আজ স্যোসাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্ম আধিপত্য করছে।
মার্কেটিংয়ের এই বিবর্তনের সময় আমরা ট্রেডিশনাল মার্কেটিং এর জ্ঞানকেও উপভোগ করছি। সৈয়দ আলমগীর, এমডি, এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস প্রথম মার্কেটিং সুপারস্টার নির্বাচিত হয়েছেন।
সৈয়দ আলমগীর ব্রিটিশ ফার্মাসিটিক্যাল কোম্পানি মে অ্যান্ড বেকার, যা এখন সানোফি বাংলাদেশ নামে পরিচিত সেখানে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে বেশ কিছু প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৯৮ সালে সৈয়দ আলমগীর এসিআই-এ কাজ শুরু করেন এবং দুই দশকধরে তিনি প্রতিষ্ঠানটিকে দেশের অন্যতম কনজ্যুমার গুডস ম্যানুফ্যাকচার কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করেন। তার আদর্শিক নেতৃত্বে এসিআই এর পণ্য আজ দেশের মানুষের কাছে খুবই জনপ্রিয়তা পেয়েছে। এফএমসিজি ক্যাটাগরিতে ১০০% হালাল সাবান কনসেপ্ট তারই উদ্ভাবিত। মার্কেটিং গুরু ফিলিপ কটলার তার “দ্যা প্রিন্সিপাল অফ মার্কেটিং” বই এ হালাল সাবানের কনসেপ্টটি যোগ করেছেন।
আগামী ২৮ মার্চ, সৈয়দ আলমগীর’কে ওয়েস্টিনে গ্রান্ড ইভেন্টের মাধ্যমে এই পুরস্কার দেয়া হবে।
বিডি প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত