ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীর সম্মাননা পেয়েছে আরএফএল গ্রুপের সহযোগী তিন প্রতিষ্ঠান। আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (হিসাব) চৌধুরী আতিয়ুর রাসুলের হাতে সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।
এবারের বাণিজ্য মেলায় সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১০টি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা পশ্চিম। এরমধ্যে আরএফএল গ্রুপের তিনটি প্রতিষ্ঠান যথাক্রমে আরএফএল ইলেকট্রনিকস লিমিটেড, ডিউরেবল প্লাস্টিক লিমিটেড ও রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এসময় এফবিসিসিআই এর জ্যেষ্ঠ সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মুসক বাস্তবায়ন ও আইটি) শাহনাজ পারভীন উপস্থিত ছিলেন।
আতিউর রাসুল বলেন, ‘সেরা ১০ প্রতিষ্ঠানের মধ্যে আমাদেরই তিনটি প্রতিষ্ঠান। এটি নিঃসন্দেহে গর্বের বিষয়। এ সম্মাননা প্রাণ-আরএফএল গ্রুপকে ভবিষ্যতে আরো এগিয়ে নিতে বলিষ্ট ভূমিকা রাখবে’।
বিডি প্রতিদিন/এ মজুমদার