পশ্চিমা ‘ব্রাঞ্চ’ ধারণাটি বাংলাদেশ ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে।
ব্রাঞ্চের ধারণাটি মূলত আলস্য নিয়ে ছুটির দিনে একটু দেরি করে ঘুম থেকে উঠে সকাল এবং দুপুরের খাবার একসঙ্গে সেরে ফেলা।
পশ্চিমা এই রীতির ধারাবাহিকতায় প্রতি সপ্তাহের ছুটির দিনে লা মেরিডিয়ান ঢাকা তাদের লেটেস্ট রেসিপি রেস্টুরেন্টে আয়োজন করে ফ্রাইডে ব্রাঞ্চ বাফেট ডিনার। যেখানে থাকে হরেক পদের খাবার। এই আয়োজনে রেস্টুরেন্টে আগত সকল ভোজনরসিকদের জন্য তাদের পছন্দমতো খাবার তৈরি করা হয়।
ফ্রাইডে ব্রাঞ্চকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য সম্প্রতি লা মেরিডিয়ান ঢাকা একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিল। ‘হাউ ওয়েল ডু ইউ নো সাকিব’ শীর্ষক কুইজ প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছিল বিশ্ববিখ্যাত অল-রাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে।
গত ২৬ জুলাই থেকে ২ আগস্ট, ২০১৯ পর্যন্ত প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়য়।
সাকিব ভক্তরা তাদের প্রিয় খেলোয়াড় সম্পর্কে কতটা জানেন তা জানতে ফ্রাইডে ব্রাঞ্চের সময় অতিথিদের ৬টি ভিন্ন ধরনের বহু নির্বাচনীয় প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নগুলোর মধ্যে ভিন্নতা ছিল যেমন- তার জন্মদিনের তারিখ, তিনি কয়টি ওয়ানডে খেলেছেন ইত্যাদি।
এই দু’সপ্তাহের মধ্যে প্রায় ২০০ অতিথি কুইজে অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে যারা সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলেন তাদের মধ্যে দৈবচয়নের ভিত্তিতে ৫ জন ভাগ্যবান বিজয়ীকে বেছে নেওয়া হয়।
এই কুইজের বিজয়ীরা হলেন- ইঞ্জিনিয়ার দিলীপ কুমার সেন, সৈয়দ মইনুদ্দিন আহমেদ, শহীদুল হক, রফিউল হক এবং তাসফিয়া মাশুদ। বিজয়ীরা ২৫ আগস্ট তারিখে সাকিব আল হাসানের সাথে লেটেস্ট রেসিপি রেস্টুরেন্টে এক্সক্লুসিভ ডিনার উপভোগ করার সুযোগ পেয়েছেন। বিজয়ীদের জন্য এই আয়োজন ছিল অবিস্মরণীয়। বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি বিশ্ববিখ্যাত অল-রাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে ডিনার করার পাশাপাশি তারা অতিবাহিত করে চমৎকার কিছু সময়।
আয়োজন উপলক্ষে লা মেরিডিয়ান ঢাকার মহাব্যবস্থাপক কনস্টাটিনোস এস গ্যাব্রিয়েল বলেন, “আমরা আমাদের হোটেলে আগত অতিথিদের জন্য সর্বদা নতুন কিছু করার চেষ্টা করি। ‘ফ্রাইডে ব্রাঞ্চ’কে আরও উপভোগ্য করার জন্যই আমরা এই কুইজ প্রতিযোগিতাটি আয়োজন করে অতিথিদেরকে আমাদের জাতির গর্ব সাকিব আল হাসানের সঙ্গে দেখা করার সুযোগ করে দিয়েছি। সাকিবের সাথে কাজ করতে পেরে আমরাও গর্বিত এবং এই উদ্যোগের অংশ হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাই।”
বিডি প্রতিদিন/কালাম