দেশ মটরস, এসিআই মটরস এর ফোটন বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হয়ে দিনাজপুরে তার যাত্রা শুরু করেছে। দিনাজপুরের মির্জাপুর বাস টার্মিনালে অবস্থিত উক্ত শো-রুমে সেলস, সার্ভিস এবং যন্ত্রাংসের সুবিধা পাওয়া যাবে। ফোটনের ১ থেকে ৩.৫ টনের পিক-আপসহ অন্যান্য সকল ভারী যান এই শো-রুমে পাওয়া যাবে।
ফোটন শো-রুমের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এসিআই মটরস-এর সেলস ডিরেক্টর আজম আলি, বিজনেস ম্যানেজার মুনেম শাহরিয়ার, ফোটন মটরস এর ই. ভি. পি. ডেভিড লি, বোচাগঞ্জ উপজেলার চেয়ারম্যান জুলফিকার রাহমান, মটর শ্রমিক ইউনিয়ন-এর সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ডিলার মহসিন আলি, এসিআই মটরস এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং অসংখ্য গ্রাহক ও শুভানুধ্যায়ী।
ফোটন বিশ্বের সর্বাধিক বিক্রীত বাণিজ্যিক গাড়ির ব্র্যান্ড, এ পর্যন্ত বিশ্ববাজারে ফোটন ৯০ লক্ষ্যের অধিক বিভিন্ন মডেলের বাণিজ্যিক গাড়ি বিক্রি করেছে। বাংলাদেশে ফোটনের সকল প্রকার বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হিসেবে এ সি আই মটরস এ বছর গাড়ির বিক্রি শুরু করে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম